No Visa Required for travel to Bangladesh (NVR)

বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বের যে কোন দেশের নাগরিকত্ব গ্রহণকারী ও তাদের স্বামী / স্ত্রী / সন্তান এবং বাংলাদেশী নাগরিকের বিদেশী স্বামী / স্ত্রী ও তাদের সন্তানদের বাংলাদেশে আগমন ও অবস্থান সহজতর করার জন্য No Visa Required for travel to Bangladesh (NVR) স্টিকার তাদের বিদেশি পাসপোর্টে লাগানো হয়। এই NVR এর মেয়াদ তা যে পাসপোর্টটিতে লাগানো হলো, সেই পাসপোর্টটির মেয়াদোত্তীর্ণের তারিখ পর্যন্ত। সরকারি ফি হিসেবে Rand 750.00 (সাতশত পঞ্চাশ) অথবা US Dollar 50.00 (পঞ্চাশ) হাইকমিশনের কাউন্টারে ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি জমা করতে হবে। অন্য কোনভাবে (কুরিয়ার বা ডাক মারফত)আবেদন জমা করলে, নিচের তথ্য ব্যবহার করে জমার রশিদ প্রদান করতে হবে।


Account Name

BANGLADESH HIGH COMMISSION



Rand Account Number

62422038283



Office Address

410, Farenden Street, Sunnyside, 0002, Pretoria, South Africa


Reference

Applicant’s Name, Or, Passport Number


Name of the Bank

First National Bank (FNB)



Branch Code

251 345



Branch

FNB Brooklyn



Swift Code

FIRNZAJJXXX






সুতরাং ০৩ ধরনের কাগজপত্র জমা দিতে হবে:

১. তিনি বাংলাদেশ-এর নাগরিক তা প্রমাণের কাগজপত্র।

যেমন বাংলাদেশের পাসপোর্টে / বাংলাদেশের অনলাইন জন্ম নিবন্ধন সনদ / বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র

অথবা, তিনি বাংলাদেশী নাগরিকের স্বামী / স্ত্রী / সন্তান, তা প্রমাণের জন্য বিদেশি পাসপোর্ট / বিদেশি জন্ম নিবন্ধন সনদ / বিদেশি জাতীয় পরিচয় পত্র ইত্যাদিতে ওই সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তির তথ্য; ও মন্ত্রণালয় বা সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ওই বাংলাদেশি ব্যক্তি সংশ্লিষ্ট বৈবাহিক সনদ পত্র; এবং সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যক্তি কর্তৃক ওই বিদেশি ব্যক্তি সম্পর্কে হলফনামা।



২. হাইকমিশনে আবেদন করার পর (প্রযোজ্য ক্ষেত্রে বিদেশী পুলিশ কর্তৃপক্ষের অনুকূল প্রতিবেদনসহ) মতামতের জন্য মেইলে (immi6@ssd.gov.bd, immi2@ssd.gov.bd) ঢাকায় প্রেরণ করা হলে, ওই আবেদনকারী ব্যক্তি সম্পর্কে অনুকূল পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বহিরাগমন-২ বা বহিরাগমন-৬ শাখা, নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-১০০০ কর্তৃক আবেদনকারী সম্পর্কে অনাপত্তিমূলক মতামত প্রকাশ;

৩. NVR স্টিকার তৈরি করার জন্য আবেদনকারীর মূল বিদেশি পাসপোর্ট ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

Regards,

Bangladesh High Commission

Pretoria, South Africa.